Wellcome to National Portal

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মাদারীপুর এর জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত কর্মপরিকল্পনা

ভবিষ্যত কর্মপরিকল্পনা 

১। “মাদারীপুর জেলার মাদারীপুর সদর, রাজৈর এবং কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ, আপার কুমার/ এমবিআর, লোয়ার কুমার, কীর্তিনাশা, টরকী নদী এবং সাধুর খালের তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প”।

২। মাদারীপুর শহর এবং তৎসংলগ্ন এলাকা প্রতিরক্ষা ও পুনর্বাসন প্রকল্প।

৩। “মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদীর এবং মাদারীপুর সদর উপজেলায় আপার কুমার নদীর পূর্ব-সতর্কতামূলক নদী তীর প্রতিরক্ষা প্রকল্প”

প্রকল্পসমূহ বাস্তবায়নের  জন্য ডিপিপি দাখিল করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • নদীর নাব‌্যতা বৃদ্ধি, বন‌্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন প্রতিরোধ ব‌্যবস্থা জোরদার করণের জন‌্য “মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং” শীর্ষক প্রকল্পের আওতায় ১.৯৫ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।